শাবিপ্রবি’র সিইপি ফ্রেটার্নিটির ভিপি অনি সম্পাদক জীম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) ফ্র্যাটার্নিটির নতুন
কার্যকরী কমিটি গত বৃহস্পতিবার গঠন করা হয়েছে।

২৮ তম এ কমিটিতে সহ-সভাপতি
পদে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আনিছুল হক (অনি) ও সাধারণ সম্পাদক পদে
২০২১-২২ সেশনের শিক্ষার্থী আসিফ রাইয়ান (জীম) মনোনীত হয়েছেন।

সভাপতি পদে পদাধিকার বলে মনোনীত হয়েছেন সিইপি বিভাগের প্রধান অধ্যাপক ড.
মো. সালাতুল ইসলাম মজুমদার এবং কোষাধ্যক্ষ প্রভাষক আমিরুল ইসলাম সাদ্দাম।

কমিটির অন্যান্য পদে মনোনীত সদস্যরা হলেন- সহ-কোষাধ্যক্ষ মো: সাজিদুর
রহমান, সাংগঠনিক সম্পাদক সাজিদ আহম্মেদ মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক
শিবলি নোমান (অন্তু), সাংস্কৃতিক সম্পাদক কং হ্লাউ মারমা, ক্রীড়া সম্পাদক
রুস্তম আহম্মেদ আফনান,সহ-ক্রীড়া সম্পাদক ফারহান আহম্মেদ কাফিল, ডিজাইনিং
অ্যান্ড টেকনিক্যাল সম্পাদক পদে আরিজা হক তিথি, সহ-ডিজাইনিং অ্যান্ড
টেকনিক্যাল সম্পাদক পদে অয়ন কুমার মন্ডল, নারী বিষয়ক সম্পাদক পদে সাবরিনা
ফেরদৌস উপমা, নারীবিষয়ক সহ-সম্পাদক সাদিয়া আক্তার সূচনা, প্রকাশনা
সম্পাদক পদে এনায়েত উল্লাহ, কার্যনির্বাহী সদস্য (ক্রীড়া) শাহরিয়ার
আন্জুম আদিত এবং কার্যনির্বাহী সদস্য (সাংস্কৃতিক) রাফিয়া ফারজানা।

শেয়ার করুন