সিলেটে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশান (জিহা),স্থানীয় চ্যাপ্টার উদ্বোধন

সিলেটে জেন্ডার ইন হিউম্যানিটেরিয়ান অ্যাকশন (জিহা),স্থানীয় চ্যাপ্টার এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।সোমবার (১ডিসেম্বর) সকালে নগরীর এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, জাতিসংঘের প্রতিনিধি, মানবিক সমন্বয়কারী এবং স্থানীয় নারী নেত্রীদের উপস্থিতিতে ইহা উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা।তিনি তাঁর বক্তব্যে বলেন,সিলেট প্রবল ভূমিকম্প প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা।ব্রিটিশ কলোনিয়াল যুগ থেকে সিলেট রেড জোন হিসেবে পরিগনিত। পার্শ্ববর্তী দেশের ডাউকী এলাকা অনেক ভূমিকম্পের উৎসস্থল। এছাড়া সিলেটে বন্যা,ভূমি ধ্বসের মতো ঘটনাও ঘটে।এসকল মোকাবিলায় অ্যাকশন ওয়ার্কিং গ্রুপের প্রয়োজনীয়তার তুলে ধরে তিনি বলেন, স্থানীয়ভাবে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ প্রস্তুতি এবং প্রতিক্রিয়া জোরদার করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।এডিসি মাসুদ রানা উল্লেখ করেন, সিলেট ক্রমাগত, পুনরাবৃত্ত দুর্যোগের মুখোমুখি হচ্ছে।তিনি সকল অংশীদারদের দুর্যোগ প্রশমনে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ইউএন উইমেন এর মাধ্যমে হিউম্যানিটারিয়ান কো-অর্ডিনেশন টাস্ক টিম-এর আওতায মহিলা বিষয়ক অধিদপ্তর জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন: ন্যাশনাল ওয়ার্কিং গ্রুপের চেযার হিসাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ইউএন উইমেন এবং ব্র্যাক যৌথ উদ্যোগে বাংলাদেশে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি-হ্রাস প্রকল্পটি শুরু করে।আগস্ট ২০২৫-ডিসেম্বর ২০২৬ মেয়াদে দেশের ১২ টি জেলার মতো সিলেটেও ইহা বাস্তবায়ন করছে।

জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা): স্থানীয় চ্যাপ্টার, সিলেটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,এটি একটি ভালো উদ্যোগ। তৃনমুল পর্যায়ে এর কার্যক্রম সম্প্রসারিত করা উচিত বলে তারা মন্তব্য করেন।

সিলেট চ্যাপ্টার এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট জেলা জিহা-এর চেয়ারপারসন,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস বুলবুল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রফিক,রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (RWDO) এবং সহ-সভাপতি,জিহা সিলেট সমিতা বেগম মীরা।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন,ইউএনআরসি রিপ্রেজেন্টেটিভ লরেনা ডিব অলিভেইরা(মানবিক ও উন্নয়ন সমন্বয় উপদেষ্টা, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়),আরসি অফিসের সৈকত বিশ্বাস,ফুড ক্লাস্টার এন্ড সিকিউরিটি কো-অর্ডিনেটর মোঃ মুইনুল হোসেন,ব্রাক সিলেটের ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মণ্ডল,সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, অধ্যাপিকা সামিয়া চৌধুরী, সিলেট উইমেন্স চেম্বার পরিচালক রেহানা আফরোজ রোজী,শিক্ষিকা শারমিন সুলতানা প্রমুখ।

সভায় প্রকল্প পরিচিতি তুলে ধরেন,ব্র্যাক এর জেন্ডার সংবেদনশীল দুর্যোগ -ঝুঁকি হ্রাস প্রকল্পের প্রজেক্ট লিড আবদুল লতিফ খাঁন,জিহা ওয়ার্কিং গ্রুপের লক্ষ্য, উদ্দেশ্য ও ভূমিকা উপস্থাপন করেন ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম এনালিস্ট, জেন্ডার এন্ড ক্লাইমেট চেঞ্জ, ডিআরআর এন্ড হিউম্যানাটারিয়ান আ্যাকশন এম এস কাজী রাবেয়া এ্যামি।

মিসেস লরেনা ডিব জোর দিয়ে বলেন যে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় দুর্যোগেই নারী ও মেয়েশিশুরা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি স্থানীয় প্রতিক্রিয়াশীলদের চিত্তাকর্ষক সম্মুখভাগের প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন যে সমস্ত মানবিক – সরকার, জাতিসংঘ, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা – অবশ্যই নিশ্চিত করতে হবে যে প্রতিটি প্রতিক্রিয়ার কেন্দ্রে নারী ও মেয়েশিশুরা থাকবে।

তিনি সকল হস্তক্ষেপের কেন্দ্রবিন্দুতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে রাখার জন্য অব্যাহত প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে শাহিনা আক্তার বলেন, সরকার দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে খুব আন্তরিক।তিনি সকলকে সচেতন থাকতে অনুরোধ জানান।

শেয়ার করুন