‘ প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন পেলো সমাজসেবামূলক সেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন। ১৩ নভেম্বর বৃহস্পতিবার) আনুষ্ঠানিক ভাবে এনজিও নিবন্ধনের সার্টিফিকেট তুলে দেন, এনজিও ব্যুরো সহকারী পরিচালক জনাব শরিফ আহমদ। এনজিও নিবন্ধন গ্রহণ করেন, নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল মো: শাহীনুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, প্রচার ও দপ্তর সম্পাদক মো: হাবিবুর রহমান। এনজিও ব্যুরো সহকারী পরিচালক জনাব শরিফ আহমদ বলেন, আপনারা আপনাদের কাজের জায়গায় অত্যন্ত সফল। নকশী বাংলা’র বৃহত্তর পরিসরে পথচলা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশাবাদী। এনজিও ব্যুরো আপনাদের পাশে আছে। দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশে থেকে দেশকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবেন। নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল মো: শাহীনুর রহমান চৌধুরী বলেন, সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে নকশী বাংলা ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে যাবে। এটি একটি দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়ার পর পাওয়া একটি বড় সাফল্য। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল বলেন ‘ সংস্থাটি দীর্ঘ দুই যুগ থেকে শিক্ষা, সাহিত্য , সংস্কৃতি ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে ২০০৮ সালে রেজিষ্ট্রেশন লাভ করে। আজ এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনের মাধ্যমে নকশী বাংলা ফাউন্ডেশন সামাজিক কল্যাণ এবং মানবিক কার্যক্রম বাস্তবায়নে আরো ব্যাপকভাবে কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে, ইনশাআল্লাহ। আমাদের মিশন- ভিশনকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রমকে আরো গতিশীল করবো। সংস্থার প্রতিষ্ঠাতা, দাতা সদস্য, আজীবন সদস্য, কার্যকরী পরিষদের সদস্য সহ সকলের আন্তরিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় নকশী বাংলা ফাউন্ডেশন আজ এনজিও নিবন্ধন লাভ করেছে, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Sent 17m ago