সম্প্রতি এক প্রতারক চক্রের তৎপরতায় সিলেট নগরী ও আশপাশের এলাকার গ্যাস গ্রাহকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিজেদের জালালাবাদ গ্যাসের কর্মকর্তা বা প্রতিনিধি পরিচয় দিয়ে এ চক্রটি ফোনে কিংবা সরাসরি বাসাবাড়িতে গিয়ে বকেয়া বিলের অজুহাতে ভয় দেখাচ্ছে গ্রাহকদের। এমনকি কেউ টাকা দিতে অনিহা প্রকাশ করলে গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে হুমকি দিচ্ছে চক্রটি।
এমন হুমকিতে অনেকেই আতঙ্কিত হয়ে না বুঝে পরিশোধ করে ফেলছেন মোটা অঙ্কের টাকা, যা যাচ্ছে প্রতারকদের হাতে। এ ঘটনায় শহরজুড়ে বাড়ছে জনসচেতনতার প্রয়োজনীয়তা। মঙ্গলবার (১০ নভেম্বর) এ সংক্রান্তে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
গ্যাস কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানায়, জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীরা কখনো বাসায় গিয়ে বিল সংগ্রহ করেন না, এবং সকল বিল শুধুমাত্র ব্যাংক বা অনলাইনের মাধ্যমে পরিশোধ করা হয়। একটি চক্রের সদস্যরা বাসা-বাড়িতে গিয়ে বা মোবাইল ফোনে যোগাযোগ করে গ্যাস লাইন বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছে। এরপর বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যমে অর্থ আদায় করছে তারা। এ ধরনের প্রতারণা চক্রের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কোনো ব্যক্তি বা দল যদি জালালাবাদ গ্যাসের নাম ব্যবহার করে বিল আদায়ের চেষ্টা করে, তাহলে গ্রাহকদের সেই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে স্থানীয় থানায় সোপর্দ করার অনুরোধ জানানো হয়েছে।
তারা গ্রাহকদের অনুরোধ করে জানান, ‘কেউ যদি গ্যাস লাইন বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে টাকা দাবি করে, তাহলে কোনোভাবেই অর্থ প্রদান করবেন না। সঙ্গে সঙ্গে আমাদের হেল্পলাইন বা নিকটস্থ থানায় জানান।’ সম্প্রতি প্রতারকরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় এই প্রতারণা চালাচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় জালালাবাদ গ্যাস গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং এমন কোনো ঘটনার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছে।