তাসলিমা খানম বীথি : একজন তরুণের চলে যাওয়া সাথে সাথে তার স্বপ্নগুলো চলে গেলো। কতশত স্বপ্ন চোখে মুখে নিয়ে প্রবাসে পাড়ি দিয়েছিল এখনো এক মাস হয়নি। আগামীকালই তার একমাস পূর্ণ হবে বিদেশে যাওয়া। তার একদিন আগেই জানান দিলো তার না ফেরার দেশের কথা।
সিলেট নগরীর গোপালটিলা নিবাসী জনপ্রিয় কনটেন্ট নির্মাতা দীপংকর দ্বীপ (২২) আর নেই। তার পরিবারসহ পুরো সিলেটজুড়ে শোকস্তব্ধ। বাকরুদ্ধ। তাদের বাসায় করুণ অবস্থা চোখে জল চলে আসার মতই। আকাশ-বাতাস প্রকম্পিত হচ্ছে দ্বীপের বাবা-মায়ের করুণ আর্তনাদে। গতকাল দিবাগত রাতে মালয়েশিয়ার বাসায় হার্টএ্যাটাকের পর হাসপাতালে নিলে মৃত্যু হয় বলে মালয়েশিয়ায় অবস্থানরত তার পিসিতো বোন ঐশি জানিয়েছে। দ্বীপ আর ঐশী সেখানকার ইন্টি ইউনির্ভাসিটির শিক্ষার্থী। দীপংকরদের গ্রামের বাড়ি হবিগঞ্জের পুটিজুরী গ্রামে। সে মা-বাবা ও ছোট এক ভাইসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। তার আকস্মিক অকাল মৃত্যুতে এলাকাসহ অনুরাগীমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিদেহী আত্মার শান্তি কামনা করছে সবাই।
আজ বুধবার দ্বীপ মৃত্যু সংবাদে সিলেট শহরের সবার মাঝে এক শোকের ছায়া নেমে এসেছে। তার সাথে অনেকে তেমন পরিচয় না থাকলেও তার চমৎকার ভিডিও থেকে চেনা জানা। তবুও মানুষের হৃদয়ে সে জুড়ে আছে। জনপ্রিয় সোস্যাল মিডিয়া ফেসবুক জুড়ে শুধুই দ্বীপের কথা। পাঠকের অনুভুতি লেখায় দ্বীপের অকালে চলে যাওয়াটা কারো কাছে মেনে নিতে পারছে না।
এক পাঠক লিখেন০ তার সাথে আমাদের কোন পরিচয় নেই। কিন্তু তার ফান ভিডিও পিচ্ছিদের নিয়ে মাঝে মধ্যে দেখতাম। তার মৃত্যুে আমরা দুবোনকে ব্যথিত করল। আমার ছোট বোনকে বললাম দ্বীপ আর নেই। সেও আমার মতো চমকে ওঠলো। বলল আমি ফান করছি। মাত্র কয়দিন আগে বিদেশে গেলো। ভাবছি তার পরিবার কথা তনুশদে কথা। সত্যি খুব খারাপ লাগছে। এটাই জীবন। কত ছোট এই জীবন।
সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর Dipankar Das Dip মালেশিয়ার একটি হাসপাতালে হার্ট অ্যাটাক করে চলে গেলো না ফিরার দেশে। আহ জীবন…!
সিলেটের নাট্যঅভিনেতা বিপ্লব কুমার এশ তার ফেসবুকে লিখেন- এটাত কথা ছিল না ভাই
এটাই ছিল তর সাথে আমাদের শেষ দেখা অল্প দিনেই নিজের ভাইয়ের মত হয়েছিলে রে
মনকে কিভাবে স্বান্তনা দেব তুই আমাদের মধ্যে আর নেই।তর সাথে কথা ছিল ডিসেম্বরে মালয়েশিয়া দেখা হবে। উচ্চ শিক্ষার জন্য আমাদের ছেড়ে মালয়েশিয়ায় গিয়েছিলে আর এটার জন্য আজ তকে আমরা হারালাম।
কেউ কেউ লিখেছে- আমরা একই শহরের বাসিন্দা,আমি তোমাকে জানিনা, তোমার সাথে পরচয়ও নেই। আজ ফেইসবুকময় শুধুই তোমার সংবাদ।আমি তোমার কন্টেন্ট দেখছি, এতো জনপ্রিয়তা তোমার।
এদিকে অনেকেই তার বাড়িতে ছুটে যাচ্ছে। তার মাবাবাকে শান্তনা দিতে।