সিলেটে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন ১৭ নভেম্বর



জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন করতে যাচ্ছে। আগামী ১৭ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি বিশ্বের প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমীর মাওলানা ফজলুর রহমান। সোমবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা আব্দুল মুক্তাদির বলেন, ফিলিস্তিনের সমস্যা শুধু মধ্যপ্রাচ্য বা একটি নির্দিষ্ট ভূখ-ের বিষয় নয়। বরং এটি মুসলিম উম্মাহর জন্য এক গভীর সংকট ও মানবাধিকারবিরোধী ঘটনা। তিনি বলেন, এই সম্মেলন হবে ফিলিস্তিনের জনগণের প্রতি সিলেট তথা বাংলাদেশের সংহতি প্রকাশ। এখান থেকে বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোকে একযোগে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানানো হবে।
তিনি আরো জানান, এই সম্মেলনের প্রধান অতিথি ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের সকল সংকটপূর্ণ ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক ভূমিকায় অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি বিভিন্ন মেয়াদে ২৫ বছরেরও বেশী সময় ধরে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। মাওলানা ফজলুর রহমান একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি মুসলিম সম্প্রদায়ের মধ্যে এবং বিশ্বব্যাপী ঐক্য, মধ্যপন্থা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে মুসলিম ওয়ার্ল্ড লীগের কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার। ২০০৫ সালের এশিয়ান সার্ভে রিপোর্টে মাওলানাকে এশিয়ার ৫ম ও বিশ্বের ১৯তম ধীমান রাজনীতিবিদ হিসেবে নির্ধারণ করেছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বাংলাদেশের রাজনীতি ও মুসলিম জনসাধারণের সাথে মাওলানা ফজলুর রহমানের রাজনৈতিক দল জমিয়ত ও জমিয়তের প্রাক্তন সভাপতি তদ্বীয় পিতা মুফতি মাহমুদের গভীর সম্পর্ক ঐতিহাসিক একটি বিষয়। মুফতি মাহমুদ ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য এবং জমিয়ত উলামায়ে ইসলাম পাকিস্তানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন। বাংলাদেশের ইতিহাসের সাথে প্রাসঙ্গিক এবং ইসলামি বিশ্বে বরেণ্য এই মাওলানা জামেয়াতুল খাইরের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবদুল মুনতাকিমের আমন্ত্রণে সিলেট আগমণ করবেন এবং ফিলিস্তিন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
মুফতি আবদুল মুনতাকিম বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম করাচীর প্রাক্তন কৃতী শিক্ষার্থী ও শিক্ষক এবং ইংল্যান্ড ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল ইকরা টিভির নিয়মিত আলোচক। দেশে উচ্চতর গবেষণামূলক ইসলামি শিক্ষা ধারার চাহিদা পূরণের প্রত্যাশায় প্রতিষ্ঠা করেছেন জামেয়াতুল খাইর আল ইসলামিয়া। সম্মেলন সফল করতে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উচ্চতর গবেষণামূলক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের ভারপ্রাপ্ত পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামসহ উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন