
স্থানীয় সরকার, সিলেট এর উপ-পরিচালক (উপ-সচিব) সুবর্ণা সরকার বলেছেন, জীবন ও পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার রোধ করতে হবে।আমরা যেভাবে প্লাস্টিক যুগে প্রবেশ করেছি,এখান থেকে ফিরে আসা খুব কঠিন। তাই প্লাস্টিকের বিকল্প পণ্য ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে হবে।এক্ষেত্রে তরুণদের কাজে লাগাতে হবে।তাদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও সচেতনতা বাড়াতে হবে।
সোমবার বিকেলে জেলা প্রশাসন,সিলেট আয়োজিত আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী ও সিলেট যুব-উদ্যোক্তা বিষয়ক মেলার প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ এর পরিচালনায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশন এর প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব , সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন, বিসিক এর ডিজিএম সোহেল হাওলাদার,পরিবেশ অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক বিসল চক্রবর্তী , ক্লাস্টার কোর্ডিনেটর, সিলেট ক্লাস্টার, এস এন ভি (SNV), সিলেট এর মোসাঃ রহিমা বেগম প্রমুখ। সভার শুরুতে পরিবেশ মেলা সম্পর্কে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক মো: আফজারুল ইসলাম ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব এর সভাপতি নিহাল আহমদ।
সভায় জানানে হয়,দেশব্যাপী তারুণ্যের উৎসবের আওতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ কর্মসূচি গ্রহণ করেছে। নগরীর চৌহাট্রায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পরিবেশ মেলা অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net