বিএনপি প্রার্থীদের বহিস্কারাদেশ প্রত্যাহার

সিলেট সিটি করপোরেশনের ২০২৩ সালের নির্বাচনে অংশ নেওয়া বিএনপি প্রার্থীদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাদের প্রাথমিক সদস্যপদও ফিরিয়ে দেওয়া হয়েছে। 

আজ রবিবার (৯ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠিত এ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। কিন্তু তবু বিভিন্ন কারণে ৪৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। পরে তাদের দল থেকে শাস্তিমূলক বহিস্কার করা হয়।

জানা গেছে, এই নেতারা দলের হাইকমান্ডের কাছে ক্ষমা প্রার্থনা করে আবেদন নিবেদন করেছিলেন। তাদের সেই আবেদন ও দলের প্রতি তাদের অবদান বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

ওই নির্বাচনে অংশ নেওয়ায় যারা বহিস্কার হয়েছিলেন তারা হলেন- ১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা-সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন কামু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা- মিজানুর রহমান মিঠু; ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ; ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ফরহাদ চৌধুরী শামীম, ১০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. সাঈদুর রহমান জুবের, ১১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহিম মতছির, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম মুনিম, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. মুজিবুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী, ২২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা বদরুল আজাদ রানা, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবির সুহিন, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সেলিম আহমদ রনি, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলী আব্বাস, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. আব্দুল মুকিত, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দিলওয়ার হোসেন জয়, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা উসমান হারুন পনির, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা-আলতাফ হোসেন সুমন,  ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাছিব, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সুমন আহমদ সিকদার, ২২,২৩ ও ২৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সালেহা কবির শেপী, ১০, ১১ ও ১২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের রুহেনা বেগম মুক্তা ও অ্যাডভোকেট জহুরা জেসমিন, ১৬,১৭ ও ১৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কামরুন নাহার পিন্নিসহ ২ নম্বর ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থ।

শেয়ার করুন