বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী ফ্লাইটের বোয়িং ৭৮৭-৮ (S2-AJT) বিমানের ইঞ্জিনের নোজ কাওল বোর্ডিং ব্রিজের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে নির্ধারিত লন্ডন ফ্লাইটে বিলম্বের ঘটনা ঘটে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বে-৩ নম্বরে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ২৭১ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প হিসেবে আরেকটি বিমান প্রস্তুত করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে পরিস্থিতি ও সম্ভাব্য প্রভাব বিবেচনায় ফ্লাইট পরিচালনায় কিছু পরিবর্তন আনা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, S2-AJV বিমানটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী BG337 (MED) ফ্লাইটে এবং S2-AJS বিমানটি BG125 (DOH) ফ্লাইটে নিয়োজিত থাকবে। তবে BG305 (Toronto) ফ্লাইটটি প্রায় ২ ঘণ্টা ও BG347 (Dubai) ফ্লাইটটি প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট বিলম্বে ছেড়ে যাবে।
যাত্রীদের নিরাপত্তা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।