গ্র্যান্ড সিলেটে তিন দিনব্যাপী ওয়েডিংকার্নিভাল এন্ড এক্সপো ৩০ অক্টোবর


সিলেটে বড় আয়োজনে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ওয়েডিং কার্নিভাল অ্যান্ড এক্সপো ২০২৫। আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এই মেলার আয়োজক গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট।
বুধবার (২৩ অক্টোবর) গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ইভেন্টের প্রথম ও শেষ দিন সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বিনামূল্যে। আর মূল এক্সপো অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত। এক্সপোতে অংশগ্রহণের জন্য নির্ধারিত প্রবেশমূল্য ১ হাজার টাকা।
ওয়েডিং কার্নিভাল অ্যান্ড এক্সপো ২০২৫-এর মাধ্যমে সিলেটের ওয়েডিং ও ইভেন্ট ইন্ডাস্ট্রিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে উপস্থাপন করাই মূল লক্ষ্য বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। এতে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং ব্র্যান্ড, ইভেন্ট ম্যানেজার, ফটোগ্রাফার, ফ্যাশন ডিজাইনার, ক্লোথিং ব্র্যান্ড ও সেবা প্রদানকারীরা একত্রিত হবেন।
গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান আলী মোহাম্মদ জাকারিয়া বলেন, আমাদের লক্ষ্য শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বের কাছে সিলেটকে তুলে ধরা। এই ওয়েডিং কার্নিভাল স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং নবদম্পতিদের নতুন সৃজনশীল ধারণায় অনুপ্রাণিত করবে। এই এক্সপো মূলত আনন্দ ও প্রেরণার একটি উৎসব, যেখানে স্থানীয় সম্প্রদায় বিয়ের রোমাঞ্চ, সৌন্দর্য ও সংস্কৃতির অভিজ্ঞতা একসঙ্গে উপভোগ করতে পারবে।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই উৎসবে থাকবে প্রিমিয়াম ওয়েডিং ভেন্ডরদের প্রদর্শনী, লাইভ ব্রাইডাল র‌্যাম্প শো, ওয়েডিং পরিকল্পনা ও বাজেটিং বিষয়ক এক্সপার্ট আলোচনা, এক্সক্লুসিভ বুকিং অফার ও ডিসকাউন্ট, মনোমুগ্ধকর নাচ-গান, লাইভ মিউজিক এবং র‌্যাফেল ড্র। পুরো হোটেল সাজানো হবে একদম বিয়ের বাড়ির মতো পরিবেশে, যেখানে থাকবে বিয়ে ও হানিমুনের বিশেষ প্যাকেজসহ সাজসজ্জা, ফটোগ্রাফি, ভেন্যু এবং হানিমুন পরিকল্পনার সব সেবা এক ছাদের নিচে।
গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট এর আগেও সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতি প্রচারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মরমি কবি ও গীতিকবি দেওয়ান হাসন রাজা জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা এবং স্থানীয় শিল্পীদের নিয়ে “লোকাল সুপারস্টার” মিউজিকাল নাইট আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হচ্ছে দেশের প্রথম পূর্ণাঙ্গ ওয়েডিং কার্নিভাল।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ওয়েডিং কার্নিভাল অ্যান্ড এক্সপো ২০২৫ সিলেটকে দেশের পরবর্তী ‘ডেস্টিনেশন ওয়েডিং হাব’ হিসেবে প্রতিষ্ঠিত করবে। আন্তর্জাতিক মানের সেবা, নান্দনিক স্থাপত্য ও বিশ্বমানের আতিথেয়তা নিয়ে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট এখন সিলেটকে দেশের হসপিটালিটি মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ভবিষ্যতে এমন আরও আয়োজনের চিন্তা রয়েছে। যার মাধ্যমে সিলেটকে আন্তর্জাতিক পরিম-লে আরও শক্ত অবস্থানে তুলে ধরা হবে। তারা বলেন, সিলেট আমাদের সবার, তাই সবার সহযোগিতায়ই সিলেটকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে চাই। সাংবাদিক, মিডিয়া প্রতিনিধি ও সিলেটপ্রেমীদের সহায়তা ছাড়া এটি সম্ভব নয়।

শেয়ার করুন