বিলপার মসজিদ নিয়ে ষড়যন্ত্রকারীরা মুতাওয়াল্লীর বিরুদ্ধে অপপ্রচার করছে


সিলেট নগরের বিলপার জামে মসজিদ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারাই অপপ্রচার চালাচ্ছে। এমনকি মসজিদের অর্থ লোপাট ও দুর্নীতির প্রতিবাদ করায় প্রবাসী যুবকসহ প্রতিবাদকারীদের ওপর হামলা করা হয়েছে। রোববার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন স্থানীয়রা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সিলেট নগরের লামাবাজার বিলপার এলাকার বাসিন্দা ব্যবসায়ী বদরুল আলম শাহজাহান। এ সময় বিলপার জামে মসজিদের মোতাওয়াল্লী আমেরিকা প্রবাসী হাফিজুল ইসলাম পিন্টুসহ এলাকার মুরব্বী ও মসজিদের মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত শুক্রবার তথাকথিত মানববন্ধন করে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাতে বিলপার এলাকার সচেতন নাগরিকবৃন্দের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন।
শাহজাহান বলেন, বিলপার একটি ঐতিহ্যবাহী এলাকা। বিলপার জামে মসজিদ একটি পুরাতন ও ঐতিহ্যবাহী মসজিদ। আলহাজ্ব হাফিজুল ইসলাম পিন্টু ২০১৬ সাল থেকে অত্যান্ত সুনামের সাথে এই মসজিদের মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করে আসছেন। একইসাথে জামেয়া ইসলামিয়া বিলপার মাদরাসার সভাপতিও তিনি।
তিনি অভিযোগ করেন, গত ১৫ জুন হাফিজুল ইসলাম পিন্টু আমেরিকায় গেলে তিন দিন পর বহিরাগত সন্ত্রাসী আমিনুল, জবান, কামেলসহ আরো কয়েকজন প্রথমে মসজিদের একজন হাফিজকে নানা অপবাদ দিয়ে বিদায় করে দেন। দীর্ঘ ১০ বছর মোয়াজ্জিনের দায়িত্বে থাকা হাফিজ আব্দুর রহমানকেও মিথ্যা অভিযোগ এনে বিদায় করে দেওয়া হয়। তারা নিজেদের পছন্দমত আরো দুজন মোয়াজ্জিন নিয়োগ দেন।
তিনি বলেন, এসব অনৈতিক অপকর্ম ও দুর্নীতির প্রতিবাদ করায় আমাদের উপর ক্ষিপ্ত ও প্রতিশোধ পরায়ণ হয়ে গত ২৫ জুলাই বিকেল পাঁচটার দিকে বিলপার মসজিদের ভিতরে বহিরাগত আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান মন্তাজ, জবান মিয়া, কামেল, সাহেদ ও তাদের সহযোগীরা আমাদের ওপর হামলা চালায়। এতে কুয়েত প্রবাসী ছাদেক আহমদসহ কয়েক জন মারাত্মক জখমপ্রাপ্ত হন। ছাদেকের অবস্থা খারাপ হওয়ায় তাকে লোকজন ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তার চোখে সমস্যা দেখা দেওয়ায় তিনি বিদেশে যেতে পারছেন না।
বদরুল আলম শাহজাহান বলেন, হামলার পর আমরা পুলিশকে কল দিলে লামাবাজার পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসার কথা বলে যায়। কিন্তু বহিরাগত সন্ত্রাসীরা কারো কথা না শুনে পুলিশের সামনেই বেপরোয়া আচরণ করে এবং প্রবাসী ছাদেক মিয়ার ওপর আবারও হামলা চালায়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ মামলা হিসেবে গ্রহণ করেনি। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা দায়ের করা হয়।
তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীরা নিজেদের অপকর্ম ঢাকতে গত শুক্রবার ভাড়াটে লোকদেরকে নিয়ে মানববন্ধন করেছে। আমাদের বিরুদ্ধে চরম মিথ্যাচার করেছে। বিশেষ করে আমাদের কৃতীসন্তান হাফিজুল ইসলাম পিন্টুর পরিবারকে নিয়েও তারা চরম মিথ্যাচার করেছে। এতে এই পরিবারের সম্মানহানি ঘটেছে। তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন মাঈন উদ্দিন, সাদেক মিয়া, মুন্না আহমদ, কয়েছ আহমদ, ফয়ছল আহমদ প্রমুখ।

শেয়ার করুন