সিলেটে মহানগর এলাকায় গত ৩২ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে ৬৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তেতে এ তথ্য জানানো হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে এবং বাকিদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।
একই সময়ে জব্দ করা হয়েছে ৪৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০গ্রাম গাঁজা, ভারতীয় চকলেট ৯০৪ পিস, সাবান ৩৬৩ পিস ও নাছির বিড়ি ৪ লাখ ২০ হাজার পিস।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গলমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বুধবার দুপুরে জানান- এই ৩২ ঘণ্টায় সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি, ছিনতাইকারী, চোরাকারবারী, নিয়মিত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপকারী ও জুয়াড়িসহ মোট ৬৭ জনকে আটক এবং গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে অবৈধ মালামাল বহনকারী একটি গাড়িও জব্দ করে পুলিশ।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net