রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির শ্রীলংকা সিরিজ জয় উপলক্ষে রোববার দুপুরে রাগীব নগরস্থ লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন সিলেটে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিসহ অসংখ্য শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্য়ান দানবীর ড. রাগীব আলী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের খেলোয়াড়রা শ্রীলংকায় তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে বিজয়ীর বেশে দেশে ফিরেছে। এ বিজয়কে গোটা দেশবাসীর বিজয় বলে আখ্যায়িত করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রীলংকায় অনুষ্ঠিত ১ম ম্যাচ-সনাৎ জয়াসুরিয়া ক্রিকেট ফাউন্ডেশন বনাম রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি/৯ উইকেটে জয়লাভ করে। ২য় ম্যাচ-সনাৎ জয়াসুরিয়া ক্রিকেট ফাউন্ডেশন বনাম রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি/১৭ ওভার খেলার পর বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। ৩য় ম্যাচ-কিংস স্পোর্টিং ক্লাব, কলম্বো, শ্রীলংকা বনাম রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি/৪১ রানে জয়লাভ করে। ট্যুরের স্পন্সরশিপে ছিলেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশন, লিডিং ইউনিভার্সিটি, রাগীবনগর এবং স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি-ক্রিকেট উইথ সামি।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমিতে দেশের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা ভর্তি হচ্ছেন। দক্ষ কোচের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল-কলেজে পড়াশুনার সুযোগ রয়েছে। আগামী দিনে এই প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে দানবীর ড. রাগীব আলীর ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান, লিডিং ইউনিভার্সিটির পরিচালক (অর্থ ও হিসাব) মো. কবির আহমেদ, প্রক্টর ও রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির পরিচালক মো. মাহবুবুর রহমান, শ্রীলংকা সিরিজ বিজয়ী চ্যাম্পিয়ন কোচ প্লাবন খান ও ম্যানেজার কামাল উদ্দিন প্রমুখ।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net