সিলেটের ব্যবসায়ীদের সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২৭ সাল মেয়াদের নির্বাচন আগামী শনিবার (১ নভেম্বর) অনুষ্টিত হবে। নির্বাচনকে সামনে রেখে সিলেট চেম্বারের মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ মনোনীত ফালাহ উদ্দিন-হুমায়ূন ও শিহাব প্যানেলের নেতৃবৃন্দ।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে নগরের জেলরোডস্থ সিলেট চেম্বারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তারা।
সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমদ, সিনিয়র সহ- সভাপতি পদপ্রার্থী হুমায়ুন আহমেদ , সহ- সভাপতি পদপ্রার্থী মাসুম ইফতেখার রসুল শিহাব, অর্ডিনারী শ্রেণী থেকে পরিচালক পদপ্রার্থী আক্তার হোসেন, এনায়েত আহমেদ মনি, মোহাম্মদ সাহিদুল হক সুহেল, মোজাহিদ খাঁনা গুলশান, মো. মাসনুন আকিব বড়ভূইয়া, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ডাক্তার নুরুল আলম সিদ্দিকী, ইমতিয়াজ মো. তাহমিন সুবহান, আব্দুল হাফিজ জোয়ারদার তুহিন, মোহাম্মদ এনামুল হক কুটি, মোহাম্মদ তোফায়েল হোসেন কচি, এ এইচ এম মুস্তাকিম চৌধুরী অনি, অ্যাসোসিয়েট প্রার্থী চন্দন সাহা, আব্দুর রহমান, ওমর ফারুক, মো. আবুল কালাম, মশিউর রহমান হাফিজ ও নজরুল ইসলাম।
মনোনয়নপত্র জমাদানকালে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ফাহিম আহমদ চৌধুরীসহ প্রায় শতাধিক ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চায়। আমরা নির্বাচিত হলে সিলেটে পরিকল্পিতভাবে শিল্প কারখানা গড়ে তোলতে সর্বাত্মক চেষ্ঠা চালিয়ে যাবো। সিলেটের তরুণদের বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা তৈরি সহ নানা উদ্যোগ নেয়া হবে। নেতৃবৃন্দ সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে নির্বাচিত করতে সিলেটের ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net