দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক, সিলেটের সাংবাদিক অঙ্গনের প্রিয় মুখ ও সংগঠক আবুল মোহাম্মদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। সোমবার (২২ সেপ্টেম্বর) প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সাংবাদিক আবুল মোহাম্মদ আজকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে দুপুর ১টার দিকে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১০টায় সিলেট মহানগরের মাছিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগগ্রহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, সাংবাদিক আবুল মোহাম্মদ ছিলেন সিলেটের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনের এক পরিচিত নাম।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net