
‘উই ওয়ান্ট জাস্টিস, পদত্যাগ, পদত্যাগ’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে সিলেটের স্কলার্সহোম স্কুল ও কলেজের শাহী ঈদগাহ ক্যাম্পাস। এই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমদ দানিয়ালের অস্বাভাবিক মৃত্যুর সাথে জড়িতদের সুষ্ঠু বিচার এবং এর সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের পদত্যাগের দাবিতে রোববার সকাল থেকে ক্যাম্পাসে সমবেত হতে থাকে শত শত শিক্ষার্থী ও অভিভাবক।
বিক্ষোভ এড়াতে কর্তৃপক্ষ রোববার (২১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও সকাল থেকে দুপুর জুড়ে
সকাল সাড়ে ১০টা থেকে তারা ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ করতে থাকে। এসময়ে বেশ কিছু অভিভাবককেও বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। সমগ্র ক্যাম্পাস এসময় আজমানের সহপাঠী ও কলেজের বিক্ষুব্ধ শত শত শিক্ষার্থীর বিক্ষোভে উত্তাল হয়ে উঠে। বিক্ষোভকারীরা আজমানের মৃত্যুর জন্য দায়িদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং তার মৃত্যুর সাথে জড়িত সংশ্লিষ্ট শিক্ষকদের অবিলম্বে কলেজ থেকে পদত্যাগের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা আগামীকাল সোমবারের মধ্যে ভাইস প্রিন্সিপাল আশরাফ আহমেদ চৌধুরীসহ ছয়জন শিক্ষককে কলেজ থেকে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছেন।
দু’দিন আগে থেকেই শিক্ষার্থীরা রোববার ক্যাম্পাসে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করে। এ খবর পেয়ে স্কলার্সহোম কর্তৃপক্ষ রোববার (২১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। কিন্তু বন্ধের মধ্যেও শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করে। এর আগে শনিবার শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানিয়েছিল বন্ধ থাকলেও তারা যথারীতি বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদেরী (অব.) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজমানের মৃত্যুতে শোকপ্রকাশ করে রোববার স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসের সব ধরণের শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়।