রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন-ও সিলেট গার্ডেন সিটি ক্লাব এর উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে এর হলে এক জমকালো যৌথ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে সভার সূচনা হয়। এরপর দুই ক্লাবের সম্মানিত প্রেসিডেন্টগণ যৌথভাবে সভার সভাপতিত্ব ও সঞ্চালনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর পিডিজি আতাউর রহমান পীর (PHF, MC)। তিনি তার বক্তব্যে বলেন, মানবকল্যাণে কাজ করা রোটারির মূল দর্শন। প্রত্যেক সদস্য যদি নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করেন তবে সমাজে বাস্তব পরিবর্তন সম্ভব। তরুণ প্রজন্মকে রোটারির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি সকল রোটারিয়ানকে আরও সংগঠিতভাবে কাজ করার পরামর্শ দেন।
সভায় বক্তারা বলেন, রোটারি ক্লাবের প্রতিটি কাজ মানবতার কল্যাণে। সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই রোটারিয়ানদের প্রধান দায়িত্ব। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার ক্ষেত্রে রোটারি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বক্তারা উপস্থিত সদস্যদের মানবসেবায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
এ সময় রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটি এবং রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন—দুই ক্লাবের বোর্ড অব ডিরেক্টর্স ২০২৫-২৬ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সিলেট গার্ডেন সিটি ক্লাবের বোর্ড অব ডিরেক্টর্সে রয়েছেন মোঃ সাইফুল আলম, পিপি মোঃ তুফাইল আহমেদ, মোঃ আব্দুর রশিদ, অ্যাডভোকেট মোঃ সোহেল মিয়া, সাঈদ গোলাম রহমান, সালাহ উদ্দিন আজিজ, পিপি মোঃ নাজমুল ইসলাম, রঞ্জিত কুমার রায়, রতন দে, আব্দুল জলিল মুল্লিক, ইঞ্জিনিয়ার মোঃ সোহেল মাহমুদ চৌধুরী, নিধু ভূষণ দাস, ওলিউর রহমান, এনাম আহমদ, ফয়জুল হক রানা, আনোয়ার হোসেন, জালাল উদ্দীন, মোহাম্মদ ঈসা তালুকদার, খলিলুর রহমান, নুরুল ইসলাম, লিয়াকত আলী, কয়েছ আহমেদ চৌধুরী ও খিজির আহমদ।
অন্যদিকে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন-এর বোর্ড অব ডিরেক্টর্সে রয়েছেন প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী (PHF), সেক্রেটারি মিয়া মো. রুস্তম, পিপি প্রফেসর মো. সাখাওয়াত হোসেন (PHF), পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন, পিপি শাহ জামাল আহমদ (PHF), পিপি মোহাম্মদ আতিকুর রেজা চৌধুরী (PHF, MC), পিপি প্রফেসর মোহাম্মদ জাকির আলী (RFSM), পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল হাফিজ (PHF), মো. আবুল কালাম, মো. ফারুক আহমেদ (RFSM), মো. আমিনুল ইসলাম, মাহবুব আলম লস্কর, রঞ্জিত দেবনাথ, ফজল আহমেদ সাগর, আয়েশা মনি, জামিল মিয়া, ফাতেমা বেগম ও আনোয়ার হোসেন।
সভা শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যৌথ উদ্যোগে আরও কার্যকর কর্মসূচি হাতে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে দুই ক্লাবের সদস্যরা মতবিনিময় করেন এবং মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেট অঞ্চলে রোটারি ক্লাবসমূহ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজ উন্নয়ন এবং মানবিক কার্যক্রমে অবদান রেখে আসছে। এবারের যৌথ সভা সেই অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে। বক্তাদের বক্তব্য ও সদস্যদের প্রতিশ্রুতি ইঙ্গিত দিয়েছে—আগামী দিনে সমাজসেবায় রোটারিয়ানদের অবদান আরও বিস্তৃত ও কার্যকর হবে।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net