জালালাবাদ এসোসিয়েশন ঢাকার শোক সভা অনুষ্ঠিত


জালালাবাদ এসোসিয়েশন ঢাকার উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ ইমাম মেহেদী চৌধুরীর মৃত্যুতে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ই এ চৌধুরী মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সি,এম কয়েস সামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল মতিন, জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ডাঃ সি,এম দিলওয়ার রানা, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমদ, নির্বাহী সদস্য এডভোকেট তবারক হোসেইন, এডভোকেট আবেদ রাজা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী মিন্টু, সাবেক সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক এম, কুতুব উদ্দিন সোহেল, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন মরহুম মোহাম্মদ ইমাম মেহেদী চৌধুরী এনাম ছিলেন জালালাবাদ এর একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তিনি ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিয়েছিলেন। ঢাকায় সিলেট বিভাগের লোকজনের সুখে দুঃখে তিনি সবসময় এগিয়ে আসতেন। তাঁর বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য দীর্ঘদিন অসুস্থ থাকার পর মোহাম্মদ ইমাম মেহেদী চৌধুরী এনাম গত ৮ সেপ্টেম্বর ২০২৫ ঢাকায় ইন্তেকাল করেন। ঢাকা ও সিলেটে দুদফা জানাজা শেষে দরগাহে হযরত শাহজালাল (রহ.) কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

শেয়ার করুন