মৌলভীবাজারের কুলাউড়া বিএনপির কাউন্সিল ১৩ সেপ্টেম্বর

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আগামী ১৩ সেপ্টেম্বর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলে পাঁচটি পদে মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবের পরিবেশ বিরাজ করছে।

প্রার্থীরা উপজেলার ইউনিয়নে ইউনিয়নে ভোটারদের কাছে গিয়ে সমর্থন চাইছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের ব্যবস্থা থাকায় ভোটারদের উৎসাহ আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন অনেকে।

কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার রেদোয়ান খান জানান, এই কাউন্সিলে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হবে। এই পাঁচটি পদের প্রার্থীদের মধ্যে আছেন– সভাপতি পদে শওকতুল ইসলাম শকু, জয়নাল আবেদীন খান বাচ্চু; সিনিয়র সহসভাপতি পদে আব্দুল জলিল জামাল, বদরুল হোসেন খান, আজিজুর রহমান মনির ও জয়নুল ইসলাম জুনেদ।

সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সজল, শামীম আহমদ চৌধুরী ও সুফিয়ান আহমদ।

এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমর উদ্দিন আহমদ কমরু, মইনুল হক বকুল ও সারোয়ার আলম বেলাল।

সাংগঠনিক সম্পাদক পদে দেলোয়ার হোসেন, সিপার আহমদ, মইন উদ্দিন স্বপন, আব্দুল মুক্তাদির মনু ও নুরুল ইসলাম ইমন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রার্থীরা গত ৩০ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরদিন ৩১ আগস্ট জমা দেন। ২ সেপ্টেম্বর যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের কাউন্সিলে মোট ১৩টি ইউনিয়নের ৯২৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

শেয়ার করুন