
বাংলাদেশ ব্যাংকের চীফ মেডিকেল অফিসার (পরিচালক পদমর্যাদা) ডাক্তার শেখ রাফিউল্লাহ আজ (৩১ জুলাই ২০২৫) কর্মদিবস শেষে অবসর উত্তর ছুটিতে চলে গেলেন। খুলনার কৃতি সন্তান ডাঃ শেখ রাফিউল্লাহ দীর্ঘ কর্মময় জীবনের বেশিরভাগ সময় বাংলাদেশ ব্যাংক খুলনায় কর্মরত ছিলেন। চীফ মেডিকেল অফিসার (পরিচালক পদমর্যাদা) পদে পদোন্নতি পেয়ে ২০২৫ এর জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসের চিকিৎসা কেন্দ্রে যোগদান করেন। মতিঝিল অফিসের চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ও মতিঝিল অফিসের প্রায় চার হাজার কর্মকর্তা কর্মচারীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই কন্যার জনক। তাঁর বাসা খুলনা মহানগরীর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সন্নিকটে। তাঁর বড় কন্যা এমবিবিএস পাস করে চিকিৎসক এবং কনিষ্ঠ কন্যাও এমবিবিএস অধ্যয়নরত। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন আজ বিকালে চীফ মেডিকেল অফিসার শেখ রাফিউল্লার সাথে দেখা করেন। তিনি খুলনা ও ঢাকায় তাঁর কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন, অবসর সময় আনন্দে কাটুক এ কামনা করেন। এসময় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ তাঁর সাথে ছিলেন।