
বিশিষ্ট শিক্ষাবিদ কবি সৈয়দ আলী আহমদ বলেছেন, সাহস মানুষের সহজাত প্রবৃত্তি। নিজের মধ্যে লোভ-লালসা না থাকলে সাহসের আধিক্য থাকে। সাহস থেকেই আবু সাঈদ তুলে বলেছিলো-মার গুলি।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বিশিষ্ট শিক্ষাবিদ, কবি সৈয়দ আলী আহমদের সম্মানে আয়োজিত ‘গুণীজন সান্নিধ্য-১’ অনুষ্ঠানে অনুভ‚তি ব্যক্তকালে তিনি এ কথা বলেন। মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে বিশিষ্ট কবি-বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাপয় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি-শিক্ষাবিদ অধ্যক্ষ কালাম আজাদ, মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী। সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় অনুষ্ঠানে কবি সৈয়দ আলী আহমদের জীবন ও কর্ম নিয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক-সাংবাদিক সেলিম আউয়াল, স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সভাপতি মোয়াজ আফসার। আলোচনায় অংশ নেন কবি বেলাল আহমদ চৌধুরী, এডিশনাল পিপি কবি আব্দুল মুকিত অপি, কবি বাছিত ইবনে হাবীব, কবি মামুন সুলতান, লেখক আবদুল হক, ষাটঘাট সম্পাদক আবুল কাসেম, কবি ইশরাক জাহান জেলী, শিক্ষক-ছড়াকার ছয়ফুল আলম পারুল, কবি পপি রশীদ, প্রাবন্ধিক আবদুল বাছিত, গীতিকবি ওমর ফারুক, কবি কামাল আহমদ, ছড়াকার জুবের আহমদ সার্জন, গীতিকবি কোবাদ বখত চৌধুরী রুবেল, প্রবীণ লেখক মকসুদ আহমদ লাল, হোসাইন হামিদ, বেবি জান্নাত, লিপি আক্তার প্রমুখ।
কবি কালাম আজাদ বলেন, আমাদের সিলেটের সাহিত্যাঙ্গনের অন্যতম অভিভাবক কবি সৈয়দ আলী আহমদ।
কবি রাগিব হোসেন চৌধুরী বলেন, কবি সৈয়দ আলী আহমদ ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। সেই মেধার ছাপ তার সাহিত্যকর্মেও বিদ্যমান।