
সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, দেশের উত্তর-পূর্ব কোণে একটি সমৃদ্ধ সাহিত্য সংসদ নীরবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সংরক্ষণ ও সমৃদ্ধিতে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
দেশের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। শিক্ষা উপদেষ্টা তাঁর সিলেট সফরের অংশ হিসেবে আজ (৩০ জুলাই ২০২৫, বুধবার) বিকেলে সংসদের পাঠাগার পরিদর্শন ও কেমুসাস ভাষাসৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘর পরিদর্শন করেন। সাহিত্য সংসদ পরিদর্শনের পর তিনি সাহিত্য সংসদের সভাকক্ষে এ মতবিনিময় সভায় মিলিত হন। সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, ৮৯ বৎসরের পুরাতন একটি সমৃদ্ধ পাঠাগার ও একটি আকর্ষণীয় জাদুঘর দেখে আমি মুগ্ধ। তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ পাঠাগার ও জাদুঘরে সহযোগিতার প্রয়োজন হলে নিজ অবস্থান থেকে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন।
সভায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পক্ষ থেকে উপদেষ্টাকে সংসদের প্রকাশিত কিছু বই উপহার প্রদান করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আফতাব চৌধুরী, সৈয়দ মুহিবুর রহমান, রুহুল ফারুক, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সালেহ আহমদ খসরু, আব্দুল মুকিত অপি এডভোকেট, আহমদ মাহবুব ফেরদৌস, নাজমুল আনসারী, কামাল তৈয়ব, ডা. ফয়জুল হক, ইশরাক জাহান জেলি, ড. তুতিউর রহমান প্রমুখ।