জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাচল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সমস্যা সমাধান করেই এনসিপি উঠে এসেছে। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করেই এনসিপি উঠে এসেছে। ফ্যাসীবাদের কবর রচনা করেই এনসিপি উঠে এসেছে।
শুক্রবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও ববলেন, এই হয়েছে বসুন্ধরার, এই দেশ হয়েছে আর্মির। সুন্দর ও সবার বাংলাদেশ উপহার দিতে এনসিপি কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি এই মুহুর্তে বিচার ও সংস্কারের পক্ষে স্লোগান তোলে সমাবেশ সরগরম করে তুলেন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net