
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দলমত নির্বিশেষে সিলেট ডায়াবেটিক হাসপাতাল বাঁচাতে সকলের সহযোগিতা চাইলেন। সম্মিলিত সহযোগিতা না ছাড়া এই হাসপাতালটি বাচানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। তাই যে বা যারা হাসপাতালে অনুদান অব্যাহত রেখেছেন তারা সবাই যেন দুনিয়া ও আখিরাতের সওয়াব হাসিল করলেন।
রোববার দুপুরে (২০ জুলাই) সিলেট ডায়াবেটিক হাসপাতালের জন্য অনুদান গ্রহণ অনুষ্ঠানে একথাগুলো বলেন আরিফুল হক চৌধুরী। ওই দিন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির দেওয়া অনুদান গ্রহণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ডায়াবেটিক হাসপাতালের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, ডা. এটিএম জাফর, এএইচ এম মুস্তাকিম চৌধুরী, ডা. জিয়াউল হক, আব্দুল মুক্তাদির কোরেশি, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ আজিজুল করিম,সহ-সাধারণ সম্পাদক শাহেদ বক্স, ব্যবসায়ী নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, লিয়াকত হোসেন প্রমুখ। ৬০টি বিছানার চাদর, ৬০টি বালিশের কাভার ও ৩০টি মশারি তুলে দেন ব্যবসায়ীরা।
অনুদান গ্রহণ করে আরিফুল হক চৌধুরী আরও বলেন, এই হাসপাতালটি সিলেটের ডায়াবেটিস রোগীদের অন্যতম সেবা দানকারী প্রতিষ্ঠান। বিগত কয়েক যুগ ধরে হাসপাতালটি সবাইকে সেবা দিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে হাসপাতালটি নানা সমস্যায় পতিত হয়েছে। তাই সবাই এগিয়ে আসলে হাসপাতালটি মডেল হাসপাতালে পরিণত করা যাবে।