
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলা, চলমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজদের বিচার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পুনর্বাসন ও আহতদের চিকিৎসা প্রদান, দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণা এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে সুরমা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে গিয়ে সমাবেশে মাধ্যমে শেষ হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ আলবাব চৌধুরী এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু নাছির জাহেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য আরিফুর ইসলাম শামিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ-সভাপতি জননেতা মাওলানা আমীর উদ্দিন, যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল হক নগর সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন, শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ছিদ্দিকুর রহমান জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু, জেলা সহ-সভাপতি মুরশেদ আহমদ চৌধুরী, নগর সহ-সভাপতি জাকাওয়াত চৌধুরী পাশা সহ জেলা ও মহানগরের দায়িত্বশীলবৃন্দ।