এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে সিলেটে ব্লকেড

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে হামলার প্রতিবাদে সারা দেশে ডাকা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও মাঠে নেমেছেন দলের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪টা থেকে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে ব্লকেড কর্মসূচি পালন করে সাড়ে ৫টায় মিছিল সহযোগে চন্ডিপুলের দিকে যাত্রা করেন বিক্ষোভকারীরা।

বিকেল পৌনে ৬টার দিকে চন্ডিপুলে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এসময় পুরো আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে।

পরে ৬টার দিকে অবরোধ প্রত্যাহার করে মহাসড়কের পাশে অবস্থান নেন এবং দলটির একজন নেতা জানান যে গোপালগঞ্জ থেকে এনসিপির শীর্ষ নেতারা নিরাপদ অবস্থানে যেতে পারায় জনভোগান্তিমূলক কর্মসূচি থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, পরবর্তীতে কেন্দ্র থেকে নতুন কোন নির্দেশনা আসলে তারা সে অনুযায়ী কর্মসূচি চালিয়ে

শেয়ার করুন