সিলেট কিডনি ফাউন্ডেশনের প্রশংসা করেছে ব্রিটিশ চ্যারিটি সেলফ্লেস

সিলেট কিডনি ফাউন্ডেশনে সৌহার্দ্যপ‚র্ণ পরিবেশে হাসপাতাল পরিদর্শন করেছেন একটি উচ্চপর্যায়ের ব্রিটিশ চ্যারিটি প্রতিনিধি দল সেলফ্লেস। গত ১৪ জুলাই সোমবার দুপুরে দলটি নগরীর সিলেট বাদাঘাটে অবস্থিত কিডনি হাসপাতাল পরিদর্শন করেন।


সিলেট কিডনি ফাউন্ডেশনের কো-অিির্ডনেটর জিয়া ইসলামসহ হাসপাতালের কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসময় ব্রিটিশ সেলফ্লেস চ্যারিটি প্রতিনিধি দল হাসপাতালের প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং ডায়লাইসিস-এ থাকা রোগীদের সাথে কথা বলেন। তাঁরা রোগীদের চিকিৎসারও খোঁজ-খবর নেন। হাসপাতাল পরিদর্শনকালে ব্রটিশ প্রতিনিধি দল সিলেট কিডনি হাসপাতাল এর কার্যক্রম এর প্রশংসা করেন। তারা হাসপাতালের চিকিৎসার বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন এবং ভবিষ্যতে কিডনি রোগ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও উন্নত চিকিৎসা সেবার জন্য পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় প্রতিনিধি দলে ছিলেন, জেসিকা সিদরাতুল, জাসমিনা শারাপ, গেভি বেইকা, ডা. কিট ম্যাকভাউল, রোকিয়া বেগম, হায়া মেমন, সাবরিনা সিদ্দিক,আমনা ইমরান, ভিলটি সিডিলাইট।
এবং কিডনি ফাউন্ডেশন হাসপাতাল-এর পক্ষে উপস্থিত ছিলেন, ট্রেজারার জুবায়ের আহমেদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক পরিচালক ডা. কাজী মুশরিক, নেফ্রোলজি বিভাগের প্রধান ডা. ফাতেমা খানম, মেডিকেল অফিসার ডা. অর্ণব, ডিরেক্টও (এডমিন) সৈয়দ সাদেক হোসেন, সিকিউরিটি ম্যানেজার উবায়েদ বিন বাসিত, মুহিবুর রহমান রাসেল প্রমুখ।

শেয়ার করুন