
সিলেট অনলাইন প্রেসক্লাবের একযুগে পদার্পণ ও ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ উৎসবে ক্লাব নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত আইজিপি ও এসএমপি কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম সেবা)। এই শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে।
প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে এসএমপি কমিশনার মো. রেজাউল করিম ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তাঁর সাথে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই একযুগে পদার্পণ উপলক্ষে গৃহীত বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আনন্দ উৎসবে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, এনজিও কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, কৃষিবিদ, আইনজীবি, সাংবাদিক, ব্যবসায়ী, চিকিৎসক, আলেম, ক্রীড়া ব্যক্তিত্ব, লেখক, পেশাজীবী নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন এই অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়েছিল। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘বিশ্বজুড়ে অনলাইনের জয়, অগ্রগতির যাত্রায় বৈষম্য নয়’।