বিশ্বজুড়ে রোটারিয়ানরা মানবসেবায় নানামুখী কাজ করে যাচ্ছেন। অসহায় পরিবারকে ঘর দেয়া একটি মহৎ কাজ। রোটারিয়ানরা তাদের এই মহৎ কর্মের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি যেমন ভালোবাসা প্রদর্শন করে যাচ্ছেন, একইভাবে নিজের জন্য সৃষ্টার সান্নিধ্য লাভের পথ সুগম করছেন। ‘রোটারী ক্লাব অব সিলেট গার্ডেন ভিউ কর্তৃক প্রদত্ত ঘরটি গ্রামের একজন গরীব গৃহহীন মানুষকে তৈরি করে দেয়ার উদ্যোগটি খুবই প্রসংশনীয় মানবিক কাজ। তাঁদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই কাজ সম্পন্ন হয়েছে।
রবিবার (২৯ জুন) বিকেলে রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন ভিউ এর উদ্যোগে সিলেট বিশ্বনাথ থানার টেংরা চানপুর গ্রামের গরীব অসহায় গৃহহীন ফজর আলী কে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে লেঃ কর্নেল পিডিজি এম আতাউর রহমান পীর একথা বলেন।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন ভিউ এর সভাপতি রোটারিয়ান নুরুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও চাটার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ ছাদ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রাসেল মিয়া এবং উপস্থিত ছিলেন রোটারিয়ান ডা: সুরুঞ্জিত দাস, রোটারিয়ান দেলওয়ার হোসেন, রোটারিয়ান মোহাম্মদ বদরুল আহম্মেদ প্রমুখ।
ক্যাপশনঃ- রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন ভিউ এর উদ্যোগে গৃহহীন ফজর আলী কে নতুন ঘর হস্তান্তর করছেন প্রধান অতিথি লেঃ কর্নেল পিডিজি এম আতাউর রহমান পীরসহ ক্লাবের নেতৃবৃন্দরা।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net