আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্দেশনায় ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ‘লেটস মুভ’ শ্লোগানটিকে প্রাধান্য দিয়ে ‘অলিম্পিক ডে ২০২৫’ উদযাপনের অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) মঙ্গলবার সকাল ১০টায় সিলেট জেলা স্টেডিয়ামের সম্মুখভাগ হতে শুরু হয়ে নগরী প্রদক্ষিণ করে সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন কবি নজরুল অডিটরিয়ামে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক (অতিঃ দাঃ) ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মোঃ ফখরুজ্জামান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাভেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট জেলা কোচ মোঃ রানা মিয়া, ক্রিকেট কোচ আলমাস আহমদ শুকুর, পলাশ কর ও অনিক, সিলেট ডি.এফ.এ.'র কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন রাসেল, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সদস্য রাজা চৌধুরী, কারাতে কোচ সেনসি মাসুদ রানা ও সেনসি মোঃ জসিম উদ্দিন, উশু কোচ মোঃ আনোয়ার হোসেন, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারসহ সিলেটের বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনের খেলোয়াড়বৃন্দ প্রমুখ।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net