চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের কাছে তুলে দেওয়া ও কথিত মানবিক করিডোর দেওয়ার প্রতিবাদে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম রোডমার্চের সমর্থনে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আম্বরখানা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে পাঁচটায় আম্বরখানা এলাকায় গণসংযোগে নেতৃত্ব দেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মুখলেছুর রহমান, মনজুর আহমদ, জাহেদ আহমদ, সংগ্রাম পরিষদের মাহফুজ আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মলয় চক্রবর্তী, হাবিব আহমদ প্রমূখ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। দেশের অর্থনীতি চালিকা শক্তি -হৃৎপিণ্ড। আমদানি ও রপ্তানির ৯২ভাগ এই বন্দর দিয়ে হয়। শুধু তাই নয় ভৌগলিক কারণে এই বন্দরের সাথে আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা জড়িত ।
নেতৃবৃন্দ মিয়ানমারের রাখাইনে কথিত মানবিক করিডোর অরাজনৈতিকভাবে দেশ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা ও জাতীয় সম্পদ রক্ষায় আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ সফলের আহ্বান জানান।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net