
সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীন আইনজীবী এডভোকেট আব্দুল গফফার আর আর নেই। (ইন্নালিল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিউন)
সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীন আইনজীবী এডভোকেট আব্দুল গফফারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশন সাবেক প্যানেল মেয়র (১) ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি এক শোকবার্তায় বলেন, মরহুম এডভোকেট আব্দুল গফফার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন নিবেদিত প্রাণ ও বিপ্লবী সৈনিক ছিলেন। তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কোন দিনও পুরন হওয়ার নয়।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।