সিলেট বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস বলেছেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায়
সমাজ সেবা অধিদপ্তর সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। সিলেটে ব্যাংক এশিয়ার বিভিন্ন এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সুবিধা ভোগীদের মধ্যে ভাতা বিতরণ কার্যক্রম
সহজী করনের জন্য সমাজ সেবা কর্মকর্তা সমাজকর্মীরা
নিরলস ভাবে কাজ করছেন। তিনি ব্যাংক এশিয়া কর্তৃপক্ষকে ভাতা কার্যক্রম বাস্তবায়নে সমস্যা সমাধান ও ভাতা বিতরণ সহজীকরণের উপর গুরুত্বারোপ করেন। তিনি ১৮ জুন বুধবার বিকেলে সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে সিলেট শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় ভাতা কার্যক্রম বাস্তবায়নে উদ্ভূত ও সমস্যা সমাধানে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যের কথা বলেন।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে ও সিলেট শহর সমাজসেবা অফিসার শাহিনুর আলমের সঞ্চালনায় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন।
সেমিনারে উপকার ভোগীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং ব্যাংক এশিয়ার কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর উপ পরিচালক (গ্রাহক সেবা) শাওন দাস, সিনিয়র সাংবাদিক হাজী হাজী এম আহমদ আলী, ব্যাংক এশিয়ার সিলেট রিজিয়নের প্রধান আব্দুস সালাম, সিলেট জেলা ব্যবস্থাপক আল আমিন,বিশ্বনাথ উপজেলা সমাজসেবা অফিসার মো:কামরুল ইসলাম, কানাইঘাট সমাজসেবা অফিসার মো:জিলানী, পৌর সমাজকর্মী মো:সাহেদ আহমদ আরবী ,সুব্রত বৈদ্য, আবু সুফিয়ান,৬ নং ওয়ার্ড সচিব রিপন দেব,১২ নং ওয়ার্ড সচিব দেলোয়ার হোসেন,১৭ নং ওয়ার্ড সচিব রাহাত খান লিমন,২৩ নং ওয়ার্ড সচিব বিন্দু মজুমদার,২৬নং ওয়ার্ড সচিব আব্দুল মালেক,২৭ নং ওয়ার্ড সচিব মো:আব্দুল্লাহ,৩৮ নং ওয়ার্ড সচিব আবু হুরায়রা ফাত্তাহ, ব্যাংক এশিয়া সিলেট জেলা পরিষদ এজেন্ট মো: জয়নাল আবেদীন, উপকার ভোগী সালাউদ্দিন আহমেদ, ফেরদৌসী ইয়াসমিন, প্রমুখ।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net