সাংবাদিক মকসুদ স্মৃতিস্মারক ‘স্মৃতিতে অম্লান’ এর মোড়ক উন্মোচন


সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাসস সিলেট’র সাবেক ব্যুরোচিফ মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ এর বাড়িতে স্মরণ সভা ও মকসুদ স্মৃতিস্মারক ‘স্মৃতিতে অম্লান’ এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।এসময় সিলেট অনলাইন প্রেসক্লাব কর্তৃক প্রকাশিত স্মারকগ্রন্থটি মকসুদ আহমদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

শুক্রবার (২৩ মে) বিকেলে নগরীর জালালাবাদ থানার মইয়ারচরে অনুষ্ঠিত স্মরণসভা ও স্মারক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল।

ক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের সিলেটের প্রধান সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জৈন উদ্দিন, শাহ খুররম ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কমর উদ্দিন, মরহুমের ভাই মোয়াজ্জিন আহমদ, ছেলে ইসমাম আহমদ মুআজ, ফরেন পোস্ট অফিসের সিনিয়র কর্মকর্তা আব্দুর রহিম, সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য মো: আব্দুল হাছিব, ব্যবসায়ী আমিনুর রহমান জুয়েল, পপুলার যুব সংঘের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, দৈনিক বিজয়ের কন্ঠের স্টাফ রিপোর্টার এম এ ওয়াহিদ চৌধুরী,সিলেট নিউজ ওয়ার্ল্ডের বার্তা সম্পাদক মোঃ আলমগীর আলম, দৈনিক ভোরের ডাক এর সিলেট জেলা প্রতিনিধি আব্দুল হান্নান, ব্যাংক কর্মকর্তা গালিব হোসেন, দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার মাহফুজ কাউসার ছাদি, ইমারান খান সাদেক, মাহবুব চৌধুরী, জাম্মান আহমদ রাসেল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মকসুদের কর্মময় জীবনের বাস্তব প্রতিচ্ছবি ও জীবন্ত সাক্ষী হলো স্মৃতিতে অম্লান এ স্মারকগ্রন্থ। মকসুদ স্মরণে তাঁর সহকর্মীদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।

সভাপতির বক্তব্যে গোলজার আহমদ হেলাল বলেন, আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে মকসুদ আহমদের স্মৃতিতে এটি একটি ক্ষুদ্র প্রয়াস।সিলেট অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যদের পরিশ্রম ও আন্তরিকতা এ কাজ করতে সাহস যুগিয়েছে।

শেয়ার করুন