রাষ্ট্র ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, আমাদেরকে মানুষের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুনভাবে দেশকে গড়ার সুযোগ এসেছে। তিনি রাষ্ট্র ও জনগণের কল্যাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মোহাম্মদ শের মাহবুব মুরাদ বুধবার (২১মে) সকালে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট আয়োজিত গণমাধ্যমের প্রতিনিধিদের অংশগ্রহণে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য কর্মকর্তা মুমিনুল হকের সঞ্চালনায় সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার।

সেমিনারে বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, দৈনিক সিলেটের ডাক’র প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক প্রভাত বেলা’র সম্পাদক কবির আহমদ সোহেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, বাসস’র সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, বাংলাদেশ বেতার’র সিলেট জেলা সংবাদদাতা এম.এ রহিম, দৈনিক আমার দেশ’র ব্যুরো প্রধান খালেদ আহমদ, সিনিয়র সাংবাদিক ফয়সল আলম, নিউ এইজ’র সিলেট প্রতিনিধি মনিরুজ্জামান মনির, দৈনিক সিলেটের ডাক’র নুর আহমদ, দেশ টিভি’র সিলেট প্রতিনিধি খালেদ আহমদ।

সেমিনারে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুজ্জামান চৌধুরী, আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা আকিকুর রেজা চৌধুরী। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জৈষ্ঠ্য সাংবাদিক খলিলুর রহমান।

শেয়ার করুন