১৬ সাংবাদিক সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য হলেন


সিলেটে কর্মরত আরো ১৬জন সাংবাদিককে সদস্যপদ প্রদান করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

বুধবার সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

নতুন সদস্যরা হলেন- বাংলাদেশ বেতারের সিলেট জেলা সংবাদদাতা এম.এ রহিম, দৈনিক সবুজ সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার সুবর্ণা হামিদ, ডেইলি সিলেট মিডিয়ার স্টাফ রিপোর্টার মোঃ তাইনুল ইসলাম, দৈনিক বাংলা’র সিলেট জেলা প্রতিনিধি শ্যামল লাল গুণ, আজকের সিলেট’র নিজস্ব প্রতিবেদক জনি কান্ত শর্মা, দৈনিক ঢাকা প্রতিদিন’র স্টাফ রিপোর্টার ইব্রাহিম খান রনি, দৈনিক জৈন্তাবার্তা’র স্টাফ রিপোর্টার আফজালুর রহমান চৌধুরী, ডেইলি সিলেট মিডিয়া’র স্টাফ রিপোর্টার এহিয়া আহমদ, দৈনিক সংবাদ প্রতিদিন’র সিলেট প্রতিনিধি মাহমুদ পারভেজ খান, বৈশাখী নিউজ’র সিলেট প্রতিনিধি ফাহিম আহমদ, দৈনিক শুভ প্রতিদিন’র স্টাফ রিপোর্টার ছানার আলী সানোয়ার, রেডটাইমস বিডি’র স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল আলম, দৈনিক আজকের বাংলা’র মহানগর প্রতিনিধি শেখ জাবেদ আহমদ, আইওন টিভি’র (ইউকে) সিলেট প্রতিনিধি অলিউর রহমান, আইওন টিভি’র (ইউকে) ক্যামেরাপার্সন খায়রুল আমিন রাফসান ও দৈনিক নয়াদিগন্ত’র মাল্টিমিডিয়া প্রতিনিধি (সিলেট)মোঃ মহছিন আহমদ রনি।

শেয়ার করুন