সিলেটের বালাগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে শিফাউল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ মে) রাত ১০টার দিকে উপজেলার ইলাশপুর এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিফাউল ইসলাম (৩২)দক্ষিণ গহরপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরোহি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনার পর নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net