মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “আন্তর্জাতিক উচ্চশিক্ষা এবং স্কলারশিপ তথা ভালো ক্যারিয়ারের জন্য শিক্ষার্থীদের অবশ্যই ইংরেজীতে দক্ষ হতে হবে। আর ইংরেজীর দক্ষতার প্রমাণের জন্য আইএলটিএস একটি বৈশ্বিক স্বীকৃত ও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গৃহীত মাপকাঠি। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার দু বার কমনওয়েলথ স্কলারশিপ পাওয়া সম্ভব হতো না যদি আইএলটিএস-এ ভালো স্কোর না থাকতো। এটি আমার শিক্ষা ও কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল।” গত ১৬ মে বিকেলে সিলেটের হোটেল ক্রাউন প্লাজার বলরুমে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটস এসোসিয়েশন’ (সেল্টা) এর ২০২৫-২০২৭ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সেল্টার নবনির্বাচিত সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মইন উদ্দিন এবং যুগ্ম সম্পাদক কামরুল হক জুয়েলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস আলম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগীয় প্রধান প্রণব কান্তি দেব, ব্রিটিশ কাউন্সিলের অ্যাকাউন্টস ম্যানেজার (ইংলিশ অ্যান্ড এক্সামস) মো. বদরুদ্দোজা, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সৈয়দ নাকিব সাদি, ব্রিটিশ কাউন্সিলের বিজনেস পারসুট অফিসার মুহিবুর রহমান। অনুষ্ঠানে টাইটেল স্পন্সর ছিল অর্কিড এসোসিয়েট।
সংগঠনের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট খালেদ চৌধুরী নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। সিলেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটস এসোসিয়েশন (সেল্টা)-এর নবনির্বাচিত কমিটির সভাপতি সুলতান আহমদ (হেক্সা’স) সিনিয়র সহ-সভাপতি শওকত এমরান (আইকন এডুকেশন) সহ-সভাপতি মো. জিয়াউর রহমান টিটু (টিটু কেয়ার) সাধারণ সম্পাদক মইন উদ্দিন (লার্নিং পয়েন্ট), যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ (ক্যারিয়ার ডট কম), যুগ্ম সম্পাদক কামরুল হক জুয়েল (লেক্সিস), কোষাধ্যক্ষ রায়হান হোসেন খান (মেন্টরস), সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ খান (হাসান’স), অফিস সম্পাদক আমিনুল ইসলাম (আমিন’স), সদস্য বিষয়ক সম্পাদক সৈয়দ সুজন আহমদ (এইমস এডুকেশন), আইসিটি, মিডিয়া ও প্রচার সম্পাদক মোশারফ হোসেন (ইংলিশ এচিভার), প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক স্বপ্নীল আরাবি (প্রাক্সিস), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ সুলতান (শাহ সুলতান’স), হসপিটালিটি সম্পাদক জহিরুল ইসলাম রুবেল (স্মার্টস স্টাডি)। কমিটির নির্বাহী সদস্যরা হলেন অ্যাডভোকেট খালেদ চৌধুরী (এক্সেল ইন্সটিটিউট), আব্দুল কাদির সুমন (হেক্সা’স), বিলাল আহমদ (ট্রাস্ট আইইএলটিএস), জামিল আহমদ (হেক্সা’স), এমদাদুল হক (স্কাই এডুকেশন), আলী হায়দার বিপ্লব (স্টার এডুকেশন)। কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন- ফেরদৌস আলম (অর্কিড এসোসিয়েটস), মো. আতিকুর রেজা চৌধুরী (ইউরেশিয়া), মো. জাকির আলী (জাকির’স এডুকেশন সার্ভিসেস), মাহবুবুল হক লস্কর (ইউকে বাংলা)।
অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত সভাপতি সুলতান আহমদ তাঁর বক্তব্যে বলেন- ‘সেল্টা কেবল একটি সংগঠন নয়; এটি সিলেটের ইংরেজি শিক্ষার মানোন্নয়নে এক সম্মিলিত শক্তি। আমরা প্রতিযোগিতার বদলে সহযোগিতার মাধ্যমে একসাথে কাজ করে শিক্ষার উৎকর্ষতা অর্জন করবো।
অভিষেক অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ নবনির্বাচিত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান ও ক্রেস্ট তুলে দেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net