দানবীর রাগীব আলীর সুস্থতা কামনায় অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল

সিলেট অনলাইন প্রেসক্লাবের নিয়মিত মাসিক সভা এবং ক্লাবের অফিস দাতা ও জীবন সদস্য উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, কার্যকরি পরিষদ সদস্য মো. আব্দুল হাছিব। মোনাজাত পরিচালনা করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ।

শেয়ার করুন