বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটিকে মহানগর বিএনপির অভিনন্দন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২০২৭ সনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবির পাভেল ও সাধারণ সম্পাদক পদে আশকার আমিন রাব্বী নির্বাচিত হওয়ায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রেস মিডিয়ায় পাঠানো যৌথ অভিনন্দন বার্তায় রেজাউল হাসান কয়েছ লোদী ও মো: ইমদাদ হোসেন চৌধুরী নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির তরুণ ও এনার্জেটিক নেতৃত্ব সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। সেইসাথে গণতন্ত্র পুনরুদ্ধারে পূর্বের ন্যায় বলিষ্ঠ ভুমিকা পালন করবে।

উল্লেখ্য, শনিবার (১৭ মে) দুপুরে নগরীর লামাবাজারস্থ লাবিস্তা হোটেলের হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৭ ভোটের মধ্যে পাভেল পান ২২টি ও রাব্বী পান ২০টি ভোট।

এছাড়া নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সহ-সভাপতি: হুমায়ুন কবির লিটন ও শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ: জাবেদ আহমদ।

এর আগে, বিনা প্রতিদ্বন্ধী চার জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজমল আলী।

শেয়ার করুন