
নারী উদ্যোক্তা, প্রবাসী আয় আহরণকারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক অন্তর্ভুক্তি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে সিলেট শাখায় দিনব্যাপী দুটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রথম কর্মশালাটি ছিল “Financial Literacy to Channel Remittance through Legal Way”, যা সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলে। দ্বিতীয় কর্মশালাটি ছিল “Acceleration Program on Financial Literacy for Development of CMSME Women Entrepreneurs,” যা বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার অভিপ্রায়ে আয়োজিত এই কর্মসূচিগুলোর মূল লক্ষ্য ছিল নারী উদ্যোক্তা, প্রবাসী আয় নির্ভর পরিবার এবং স্বল্প আয়ের মানুষকে অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে শক্তিশালী করা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক
এম. এম. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জোনের প্রধান এবং সিলেট শাখার ব্যবস্থাপক মো. তোফায়েল ইয়াকুব।
প্রথম কর্মশালা: রেমিট্যান্স সচেতনতা
প্রবাসী আয়কে বৈধ পথে দেশে পাঠানোর উপকারিতা, বৈধ ব্যাংকিং চ্যানেলের ব্যবহার এবং পরিবারকে আর্থিক শিক্ষা প্রদানের গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি এম. সাইফুল ইসলাম। এই সেশনে আরও বক্তব্য রাখেন ব্যাংকের রেমিট্যান্স ইনচার্জ ও এভিপি
শাওকত হোসাইন এবং রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও ইভিপি মোহাম্মদ আবু সায়েম।
উপস্থিত প্রবাসী আয়ের উপার্জনকারী ও তাদের পরিবারের সদস্যদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় কর্মশালা: নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আর্থিক সাক্ষরতা
এই সেশনের মূল প্রতিপাদ্য ছিল নারী ও মাইক্রো উদ্যোক্তাদের ব্যাংকিং ধারণা, অর্থায়নের পথ, পরিকল্পনা, ও আর্থিক সচেতনতা বৃদ্ধি। উদ্বোধনী বক্তব্য দেন ব্যাংকের ইভিপি ও সিলেট শাখার ব্যবস্থাপক তোফায়েল ইয়াকুব। এরপর SME ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম নারী উদ্যোক্তাদের বাজেটিং, সঞ্চয় ও বিনিয়োগের মৌলিক ধারণা দেন। পরবর্তী সেশনে প্রধান কার্যালয়ের SEO
সুলতান আহমেদ খান অর্থায়নের ধরণ, প্রস্তাব প্রস্তুত, ডকুমেন্টেশন এবং সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইফুল ইসলাম চ্যালেঞ্জ, নিয়ন্ত্রক কাঠামো, কর সংক্রান্ত বিষয় এবং দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন। সর্বশেষ সেশনে জনাব তোফায়েল ইয়াকুব আলোচনা করেন—কীভাবে ক্ষুদ্র উদ্যোক্তারা সঞ্চয়, বিনিয়োগ কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা ও বীমার মতো উপাদান ব্যবহার করে নিজেদের সক্ষম করে তুলতে পারেন। এছাড়া নারী উদ্যোক্তাদের আর্থিক শিক্ষার মাধ্যমে ক্ষমতায়নের কৌশল এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়।
চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উন্মুক্ত আলোচনা এবং মূল বিষয়বস্তুর সারাংশ উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে এক আনন্দঘন ফটোসেশন ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে উদ্যোক্তারা নিজেদের ভাবনা ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন।
এই দিনব্যাপী কর্মশালায় সিলেট বিভাগের সাতটি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাসহ প্রায় ৬০ জন নারী উদ্যোক্তা এবং ৪০ জন প্রবাসী আয় আহরণকারী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দরগাগেইট শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ খুরশীদ আলম, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. মদব্বির আহমদ, সুবিদবাজার শাখার এসএভিপি এ কে রেজা আহমেদ চৌধুরী, বিয়ানীবাজার শাখার এভিপি মাহবুব আহমেদ চৌধুরী, গোয়ালাবাজার শাখার এফএভিপি সিরাজউদ্দিন তাপাদার, হবিগঞ্জ শাখার এফএভিপি কায়েস উদ্দিন চৌধুরী । পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিলেট শাখার এফএভিপি মো. শাহাদত বখত এবং দরগাগেইট শাখার বিনিয়োগ কর্মকর্তা ও এইও মোঃ সোহেল আহমদ। দরগা গেইট শাখার ব্যবস্থাপক খুরশীদ আলম ব্যাংকের পক্ষ থেকে সকল উপস্থিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এই মহতী উদ্যোগ নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি এবং বৈদেশিক মুদ্রা প্রেরণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক চ্যানেল ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। দেশের অন্যান্য অঞ্চলেও শাহজালাল ইসলামী ব্যাংক এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে পালন করছে বলে অয়োজকেরা জানান।