
আসন্ন ঈদ উৎসবকে ঘিরে সারা দেশে চলছে শীর্ষস্থানীয় দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’। এরই ধারাবাহিকতায় আজ সকালে সিলেটের র্কোট পয়েন্ট এলাকা থেকে একটি র্যালী বের করা হয়। এ সময় র্যালীতে অংশ গ্রহণ করেন জনপ্রিয় চিত্রনায়ক নিরব, স্ট্যান্ড-আপ কমেডিয়ান আবু হেন রনি, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, ডিভিশনাল সেলস ম্যানেজার বাবুল আক্তার কনক, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন, রিজিওনাল সেলস ম্যানেজার বশির উদ্দীন।
এসময় র্যালীটি নগরীর র্কোট পয়েন্ট এলাকা থেকে চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালী পরবর্তী এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন আগের মতো ক্যাম্পেইনের এই সিজনেও মার্সেল পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক। সিজন-২২ এর আওতায় দেশের যেকোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ১০ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা। আরো রয়েছে লাখ লাখ টাকার ক্যাশভাউচারসহ নিশ্চিত উপহার। ক্রেতারা বছরের ঈদুল আজহা পর্যন্ত এসব সুবিধা পাবেন।