সিলেট থেকে এবার হজে যাচ্ছেন ২ হাজার ৬৭৫ জন। এর মধ্যে ওসমানী বিমানবন্দর থেকে ৫টি ফ্লাইটে যাবেন ২ হাজার ৯০ জন হজযাত্রী। আগামীকাল বুধবার ৪১৮ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট মদীনার উদ্দেশ্যে যাত্রা করবে।
হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) সিলেট জোন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন হাব নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকেল ৩টায় নগরীর জেল রোডস্থ আনন্দ টাওয়ারের হাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাব সিলেট জোনের চেয়ারম্যান মো. আব্দুল হক জানান, সিলেট অঞ্চলের হজ যাত্রীদের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সিলেট অঞ্চলের হজযাত্রীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে এবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়ায় তারা ধর্মমন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
হাব চেয়ারম্যান আরও জানান, ১৪ মের পর আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট থেকে আরও চারটি ফ্লাইট ছাড়বে। ওই ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে চলবে। প্রতিবছরের ন্যায় এবারও ঢাকাতেই যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। তবে, যারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবদর থেকে সরাসরি হজে যাবেন, তঁদের আগমন ইমিগ্রেশন হবে সৌদি আরবে।
এ বছর হজ কোটা ব্যবস্থাপনায় প্রতিটি এজেন্সিতে এক হাজার যাত্রী বেঁধে দেওয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে উল্লেখ করে মো. আব্দুল হক আরও জানান, এজেন্সিগুলো তাঁদের নিজেদের মধ্যে সমন্বয় করে নেওয়ায় এতে তেমন বেগ পেতে হয়নি। আগামীতে এর সংখ্যা বাড়লেও সমস্যার সৃষ্টি হবে না, এবারের মতোই সমন্বয় করে নেওয়া হবে। চলতি বছর সরকারিভাবে সিলেট থেকে নিবন্ধন করেছেন ৩৩ জন হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত ৩০টি হজ এজেন্সির মধ্যে এবার ২১টি এজেন্সি হজ নিবন্ধন কার্যক্রমে অংশ নেয় বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাবের সাবেক সভাপতি আতাউর রহমান, খন্দকার সিপার আহমদ, মোতাহার হোসেন বাবুল, জহিরুল কবির চৌধুরী, আটাব সিলেট অঞ্চলের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান, হাব ভাইস চেয়ারম্যান মশহুদ আহমদ, হাব সেক্রেটারী মু. আব্দুল হক, সাবেক সেক্রেটারি গিয়াস উদ্দিন আহমদ, সদস্য নাজিব বিন মনসুর এবং মো. আলী।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net