গোলাপগঞ্জে আল-আক্বসা ফাউন্ডেশনের বিশেষ মতবিনিময় সভা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘আল-আক্বসা ফাউন্ডেশন’র বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্লাড সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন বন্যা পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি হিসেবে সিলেট-জকিগঞ্জ সড়কের উত্তর পার্শ্বের সিএন্ডবির খাল খনন ও গ্রামীণ রাস্তা সংস্কারের ব্যাপারে উপস্থিত জনতা তাদের মতামত ব্যক্ত করেন। রাত ১২টার দিকে এক মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভাটির সমাপ্তি ঘোষণা করা হয়।
ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা এমরানুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ-আল-মামুন।
ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বিন তায়্যিবের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও দৈনিক বিজয়ের কণ্ঠ’র বার্তা সম্পাদক আব্দুল খালিক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল মান্নান, জুবের আহমদ আনা, আব্দুল হাই শিফা, আব্দুল জলিল জলু, আব্দুর রহিম, ফুলবাড়ি ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান দুলাল, দাতা সদস্য আব্দুল্লাহ, মোল্লাগ্রাম ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শামীম আহমদ শাহিন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফিজ সাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মাছুম, সহ-সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, দপ্তর সম্পাদক তারেক আজিজ, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু তারেক, সহ-প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওছার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম রেহান, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ময়নুল হোসেন মোহন, সহ-তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু জাফর, মিসবাহুল হক রাহুল, কাওছার রশীদ রুপু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তারেক জামিল, প্রমুখ।
এছাড়াও গ্রামের বিভিন্ন স্তরের মানুষ ও ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিএন্ডবি’র খাল খননের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাপগঞ্জ বরাবরে ফাউন্ডেশনের পক্ষ থেকে দরখাস্ত প্রদান করা হয়েছে। উক্ত দরখাস্তের প্রেক্ষিতে আগামী ২/৩ দিনের মধ্যে স্থানীয় তহশিলদার দ্বারা খাল পরিদর্শন শেষে মূল কার্যক্রমের আশ্বাস প্রদান করেছেন উপজেলা প্রশাসন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন