
সিলেটের শিক্ষা বিস্তারে জুবায়ের সিদ্দিকী
চির অমর থাকবেন
ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী দীর্ঘদিন সেনাবাহিনীতে থেকে দেশের সেবা করেছেন। ”সিলেটের শিক্ষা বিস্তারে জুবায়ের সিদ্দিকী চির অমর থাকবেন” গুণী এই শিক্ষাবিদের শূন্যস্থান অপূরণীয়। শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে উৎসর্গ করেছেন নিজের ব্যাক্তিগত ও পারিবারিক জীবনের সবকটি মূহুর্ত। জুবায়ের সিদ্দিকী এমন এক ইতিহাস, যে ইতিহাসের মৃত্যু হয় না। তাঁর সৃষ্ট শিক্ষাবিস্তারের ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের দায়িত্ব।
বৃহস্পতিবার (৮ মে) সকালে ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) শিক্ষা ট্রাস্ট কর্তৃক স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসে আয়োজিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
স্কলার্সহোম শাহী ঈদগাহ এর অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরীর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক কামরুল হক জুয়েল এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট নর্থ-ইস্ট মেডিকেল কলেজ এর পরিচালক ডা. মোস্তফা শাহজাহান চৌধুরী বাহার, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, জুবায়ের সিদ্দিকী শিক্ষা ট্রাস্ট্রের জেনারেল সেক্রেটারী শিক্ষাবিদ ও কলামিস্ট সাইফুল করিম চৌধুরী হায়াত, সিলেট মডেল কলেজ এর অধ্যক্ষ ড.দিদার চৌধুরী, শাহী ঈদগাহ স্কলার্সহোম এর উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী, পাঠানটুলা স্কলার্সহোম এর উপাধ্যক্ষ মোঃ আব্দুল আজিজ, প্রাইমারি সেকশন এর ইনচার্জ জেবুন্নেসা জীবন, স্কলার্সহোম শাহী ঈদগাহ এর বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মীনাক্ষি সাহা, স্কলার্সহোম মেজরটিলা প্রাইমারি সেকশন এর উপাধ্যক্ষ নাহিদা খান এবং শিক্ষক শিক্ষিকা অবিভাবক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য:- ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) ট্রাস্টের পক্ষ থেকে এবছর বিভিন্ন শ্রেণীর ১২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।