সিলেট এক্সপ্রেস ডেস্ক : সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর পিতা এম এ মুছাব্বির ইন্তেকাল : বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। আজ বৃহস্পতিবার দুপুর ৩টা দিকে হেলিকপ্টার করে লাশবহনকারী সিলেটের শাহ ঈদগাহ ময়দানে এসে পৌছে। এদিকে পিতার শেষ ইচছার কথা আবেগময় কথা লিখে ফেসবুক পেইজে শেয়ার করলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।
আব্বার জানাজা আজ বাদ আসর সিলেটের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আব্বার অন্তীম ইচ্ছা অনুযায়ী কেবল একটাই জানাজা সম্পন্ন করে দ্রুত আমার দাদা-দাদির কবরের পাশে শায়িত করা হবে। আব্বা সব ধরনের লৌকিকতার বিপক্ষে। আমার কিংবা আমার বাবার ফটো জুড়ে দিয়ে প্রচারে লিপ্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জানাজায় শরিক হওয়ার জন্য একান্ত অনুরোধ করছি।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net