এমসি কলেজে শিক্ষার্থীদের জন্য (এমএসএন) নামের একটি নতুন সংগঠনের সূচনা

এমসি কলেজে শিক্ষার্থীদের অধিকার, মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশে কাজ করার লক্ষ্যে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘এমসিয়ান স্টুডেন্টস নেটওয়ার্ক (এমএসএন) নামের একটি নতুন সংগঠন।

কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ এমএসএন-কে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়ে সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,
“এটি একটি অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। আমরা চাই, ক্যাম্পাসের সকল শিক্ষার্থীকে নিয়ে এমন একটি নেটওয়ার্ক গড়ে উঠুক, যা মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করবে।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এমএসএন কোনো বিভাগভিত্তিক সংগঠন নয়। এখানে এমসি কলেজের যেকোনো শিক্ষার্থী যুক্ত হতে পারবে। ক্যাম্পাসে অভ্যন্তরীণ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সংগঠনটি সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান নেবে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায় এটি সোচ্চার থাকবে এবং অসহায় ও অসুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।

এছাড়া, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা, সম্মাননা প্রদান এবং উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশে এমএসএন কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে সংগঠনটি একটি ‘স্টুডেন্ট-ফ্রেন্ডলি’ লাইভ তথ্য সহায়তা কেন্দ্র চালু করবে, যেখানে নতুন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা যেকোনো তথ্য জানতে ও জানাতে পারবে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা রিয়াদ আহমেদ মিনহাজ বলেন,
“এমএসএন একটি অরাজনৈতিক, মানবিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক সংগঠন। আমরা চাই, ক্যাম্পাসে একতা, সচেতনতা, নেতৃত্ব ও সহযোগিতার পরিবেশ গড়ে উঠুক। বিশেষ করে এমসি কলেজের শিক্ষার্থীদের সাথে অভ্যন্তরীণ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আরমান আনসারি, আরমানুর রহমান মাহি, ববি, মাহি আহমেদ, জাকির আহমেদ, আদনান আহমেদ, মাসুম আহমেদ, খালেদ আহমেদ, আবির আহমেদ ও নাহিদ প্রমুখ।

শেয়ার করুন