
সিলেট ঘর থেকে ফাহিম আহমদ (২৪) নামে এক সিসিক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে কাজিটুলার লোহারপাড়ার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাহিম সিলেট সিটি করপোরেশনের পানি শাখায় কাজ করতেন। তিনি কাজিটুলার লোহারপাড়া এলাকার ডি ২৯ নম্বর বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্তায় সিসিক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখতেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ব্যবস্থা নেওয়া হবে।