মৌলভীবাজারে এ এইচ জেড এর আইইএলটিস ও ইউকে এডুকেশন এক্সপো ২০২৫” সম্পন্ন

এ এইচ জেড বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছর ও
প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে শনিবার (২৬ এপ্রিল) এ ইউকে এডুকেশন এক্সপো সম্পন্ন হয়েছে। এক্সপোতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীবিপুল সংখ্যক শিক্ষার্থীরা এ এক্সপোতে অংশ নেন। এ এইচ জেড এর কাউন্সিলার, ইউকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এডুকেশন এক্সপার্ট, প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা ইউকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য,সুযোগ সুবিধা,স্কলারশীপ,খন্ডকালীন কাজের, নিয়মকানুনসহ নানা বিষয়ে আগ্রহী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিনামূল্যে পরামর্শ দেন। এছাড়া ইউকে এডুকেশন এক্সপোতে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন পরিচালিত এমআইই ইংলিশ একাডেমি পরিচালিত আইইএলটিএস ও ইংলিশ স্পিকিং কোর্সসহ সংশ্লিষ্ট বিষয়ে নানা তথ্য, চলমান অফারসহ ইত্যাদি বিষয়ে আগ্রহী শিক্ষার্থরীদের বিস্তারিত পরামর্শ দেওয়া হয়। যাতে এখান থেকে আইইএলটিএস কোর্স শেষ করে একজন শিক্ষার্থী ইউকেসহ বিশ্বের যে কোনো দেশে উচ্চ শিক্ষা লাভ করতে পারে। দিনব্যাপী এই “আইইএল টিএস ও ইউকে এডুকেশন এক্সপো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ এইচ জেড সিলেটের রিজিওন্যাল ম্যানেজার রাহিত পারভেজ জয়, এমআইই ইংলিশ একাডেমি সিলেটের ম্যানেজার নাঈম চৌধুরী, এ এইচ জেড এড অব মার্কেটিং তৌহিদ হোসাইন, মিডিয়া ও অফিসার এডমিন সাংবাদিক ছিদ্দিকুর রহমান, টিম লিডার সৈয়দা ফাতিহা, কাউন্সিলর তামান্না আক্তার, টিম লিডার নুসরাত ফাতিমা চৌধুরী, সিনিয়র কাউন্সিলর প্রথমা চৌধুরী, কাউন্সিলর তানভীর আহমদ, কাউন্সিলর এনায়েত করিম,এ এইচ জেডের সিলেট কর্পোরেট ও সিটি শাখায় কর্মরত বিভিন্ন কাউন্সিলারবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য: এ এইচ জেড ইউকে তে উচ্চ লাভে আগ্রহী ষ্টুডেন্টের ভিসা আবেদন শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত কয়েকটি ধাপে নানাভাবে যাচাই বাছাই, পরীক্ষার নি্রিক্ষা করে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করে থাকে। ahz প্রায় এক যুগ থেকে বাংলসদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়া, আফ্রিকা,ইউরোপ মহাদেশের
১৮ টি দেশে সততা,দক্ষতা,ও আন্তরিকতার সাথে ভিসা প্রসেসিং সেবা প্রদানের কাজ করে আসছে।

শেয়ার করুন