
বেসরকারি হাসপাতাল চিকিৎসা সেবায় এক অনন্য উদাহরণ সৃষ্টির প্রত্যয় নিয়ে যাত্রা শরু করেছে। সিলেটে
সকল পর্যায়ের প্রাইভেট হাসপাতাল ও মেডিকেল সেন্টার সমূহের সর্বাধুনিক মানউন্নয়ন এবং সিলেটবাসীর
সর্বোত্তম স্বাস্থ্য্সেবা নিশ্চিতের লক্ষ্যে সিলেট প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনোষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি
পুনর্গঠন করা হয়। যার নেতৃত্বে আসছেন সভাপতি হিসাবে ডা: নাসিম আহমদ, সহ-সভাপতি মো: আব্দুল কাদের
খান, ডা: আখতারুজ্জামান, ডা: মো: শাহ নেওয়াজ চৌধুরী ও ডা: মো: আজিজুর রহমান রোমান।
সাধারণ সম্পাদক: ডা: সুলাইমান আহমদ ও যুগ্ম সম্পাদক: জাকির আহমদ চৌধুরী। কোষাধক্ষ্য: ডা: মোঃ
খায়রুজ্জামান রনি,সাংগঠনিক: ডা: নাহিয়ান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক: শেখ সেলিম আহমদ ও দপ্তর
সম্পাদক: মোহাম্মদ কয়েস আহমদ।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন: ডা: মাহমুদুল মজিদ চৌধুরী, ডা: সৈয়দ মাহমুদ হাসান, ডা: মোঃ
আবু ইউসুফ ভূঁইয়া, ডা: মোঃ শাকির আহমদ শাহিন, ডা: মোঃ জাকির হোসেন তাপু, ডা: মোঃ আমান উল্লাহ,
ডা: কাজী মামুর, মো:নজরুল হোসেন, মোঃ হাফিজুর রহমান ও জুবায়ের আহমদ জুবের।
ডা: নাসিম আহমদ ডা: সুলাইমান আহম